সাকিবের পর গম্ভীরকে ছাড়ল কেকেআর!

সাকিবের পর গম্ভীরকে ছাড়ল কেকেআর!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাকিবের পর গৌতম গম্ভীরকে ছাঁটার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবছর কলকাতার হয়ে অধিনায়ক গৌতম গম্ভীরকে খেলতে না দেখার সম্ভাবনাই বেশি। কেকেআর-এর সবচেয়ে সফল অধিনায়ককে এবছর আর রিটেন (ধরে রাখেনি) করেনি শাহরুখ খানের দল। তবে এবছরও দুই ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন এবং অ্যান্দ্রে রাসেলকে ধরে রাখল কেকেআর।

আগামী ২৭-২৮ জানুয়ারি নিলাম থেকে গম্ভীরকে নেওয়ার জন্য অবশ্য ঝাঁপাতেই পারে কেকেআর।

কেকেআর সূত্রের খবর, গম্ভীরকে এই তালিকায় না রাখাটা বিশেষ কৌশল হতে পারে। আইপিএলের নিয়ম অনুযায়ী নিলামের আগে তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে রেখে দেওয়া যাবে। যাদের পারিশ্রমিক সর্বোচ্চ ৩৩ কোটি টাকা হতে পারে।

দু'জনকে রাখা যাবে ২১ কোটি টাকায় ও একজনকে রাখা যাবে ১২.৫ কোটি টাকায়। রিটেনশন, 'রাইট টু ম্যাচ' এবং নিলাম মিলিয়ে সর্বোচ্চ ৮০ কোটি টাকা ব্যয় করা যাবে দল তৈরির জন্য।  

প্রথমেই যাতে বেশি খরচ না হয়ে যায়, সেজন্য কেউ কেউ দলের সেরা তারকাদের রিটেনশন তালিকায় না রেখে পরে তাদের 'রাইট টু ম্যাচ' পদ্ধতিতে নেওয়ার পরিকল্পনা করে রেখেছে। গম্ভীরের ক্ষেত্রেও একই কৌশল নিতে পারে কেকেআর। সূত্র: আনন্দবাজার

সম্পর্কিত খবর