'বাংলাদেশের নাগরিক ছাড়া কাউকে দেশে ঢুকতে দেয়া হবে না'

'বাংলাদেশের নাগরিক ছাড়া কাউকে দেশে ঢুকতে দেয়া হবে না'

অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাংলাদেশের নাগরিক ছাড়া কাউকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। যারা ভেতরে ঢুকবে তাদের পরিচয় অবশ্যই আগে নিশ্চিত হতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজশাহীর কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ পুশ ইন করানোর চেষ্টা করছে, এ নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে ও আলোচনা হচ্ছে।

তবে এ নিয়ে বাংলাদেশে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আমাদের দেশের নাগরিক কি-না, তা নিশ্চিত না হয়ে কাউকে ঢুকতে দেয়া হবে না।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা নিয়ে যা বলা হচ্ছে, সে সংখ্যা কয়েক হাজার নয়। তবে বাংলাদেশে ঢোকার জন্য সীমান্তে আসা নাগরিকরা আসলে বাংলাদেশের কি-না সেটা দেখা হচ্ছে।

কারণ এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আমাদের অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। সে কারণেই এ বিষয়ে আগাম মন্তব্য করতে চাই না।

তিনি বলেন,  হতে পারে এরা বাংলাদেশের পাসপোর্টধারী, হয়তো এদের পাসপোর্টের বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। সময় মত ফিরতে পারেনি। তবে আবারও আপনাদের বলছি, আমাদের নাগরিক না, এমন কাউকেই আমরা গ্রহণ  করব না। এ নিয়ে আমাদের মাঝে কোনো আতঙ্ক নেই।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল