‘ডাকসুর ফটক বন্ধ করে’ ভিপি নুরের ওপর হামলা, আহত ১৪

‘ডাকসুর ফটক বন্ধ করে’ ভিপি নুরের ওপর হামলা, আহত ১৪

অনলাইন ডেস্ক

‘ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় অন্তত ১৪ জন আহত হন।

আজ রোববার দুপুর পৌনে একটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়।

এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়েছেন। এতে বেস কয়েকজন রক্তাক্ত হয়েছেন।

হামলায় আহতরা হলেন- সোহলে, ইমরান, হাসান মামুন, নাজমুল, মামুন, সোহেল, জাহিদ, বিপ্লব, আরিফ, সুমন ও আমিনুল। অন্যদের নাম জানান যায়নি।

এর আগে ভারতে সংশোধিত নাগরিকত্ব বিলের বিরুদ্ধে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ ও আন্দোলনে শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশ ডেকে হামলার শিকার হন ভিপি নুর। এসময় তার হাতের আঙুল ভেঙে দেওয়া হয় বলে ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ উঠে।

আরও পড়ুন: ভারত নিয়ে নুর কেন কথা বলবে? ‌‘ভাঙ্গা হলো’ আঙুল

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)