‘ছাদ থেকে ফেলে দেওয়া’ ২ শিক্ষার্থী আইসিইউতে

‘ছাদ থেকে ফেলে দেওয়া’ ২ শিক্ষার্থী আইসিইউতে

অনলাইন ডেস্ক

‘‌মুক্তিযোদ্ধা মঞ্চের হামলায়’ গুরুতর আহত হয়ে দুইজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকসহ অন্তত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে ডাকসুর ভিপি নুরুল হকের কার্যালয়ে ‘ইটপাটকেল মারে মুক্তিযোদ্ধা মঞ্চের একাংশ’।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।

এসময় অনেকেই আহত হয়েছেন। এমনকি কয়েকজনকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এর আগে আজ রোববার দুপুর পৌনে একটার দিকে ‘ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়েছেন। এতে বেস কয়েকজন রক্তাক্ত হয়েছেন।

হামলায় আহতরা হলেন- সোহলে, ইমরান, হাসান মামুন, নাজমুল, মামুন, সোহেল, জাহিদ, বিপ্লব, আরিফ, সুমন ও আমিনুল। অন্যদের নাম জানান যায়নি।

আরও পড়ুন: ভারত নিয়ে নুর কেন কথা বলবে? ‌‘ভাঙ্গা হলো’ আঙুল

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর