মোটরযান চালানো অবস্থায় ধূমপান, ১০ জন ধরা

মোটরযান চালানো অবস্থায় ধূমপান, ১০ জন ধরা

অনলাইন ডেস্ক

মোটরযান চালানো অবস্থায় ধূমপানের দায়ে বরিশালে ১০ জনকে অর্থদণ্ড দিয়েছেন আদালত। নগরীর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দ রোডে ওইভাবে ধূমপান করা হয় বলে অভিযোগ।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

সূত্র জানায়, মোটরযান চালানো অবস্থায় ধূমপানের দায়ে ১০ জনকে হাতেনাতে ধরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরে ধূমপান ও তামাকজাত পণ্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ এর ৪ ধারা অনুযায়ী প্রত্যেককে ২০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর