৩ মাসের শিশুকে হত্যার অভিযোগে মামলা

৩ মাসের শিশুকে হত্যার অভিযোগে মামলা

নোয়াখালীর সেনবাগে ৩ মাস ১০ দিন বয়সী এক শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। ওই শিশুর নাম তুর্জয় সরকার। সে সেনবাগ থানার পুলিশ কনস্টেবল সুমন সরকারের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

সোমবার দুপুরে ময়নাতদন্তের পর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় নিশ্চিত করে সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কনস্টেবল সুমন সরকার উপজেলা সদরের বিন্নাগনি এলাকার ভাড়া বাসায় ঘুমাচ্ছিলেন। এ সময় পাশের কক্ষে শিশু সন্তানকে রেখে তার স্ত্রী টয়লেটে যান। সেখান থেকে ফিরে শিশুকে না দেখে তিনি স্বামীকে ঘুম থেকে তুলে আশপাশে খোঁজ নিতে বলেন।

এক পর্যায়ে বাসা থেকে ৩৫-৪০ গজ দূরে পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়।

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এরপর সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা কনস্টেবল সুমন সরকার বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের নাম উলে­খ করে থানায় হত্যা মামলা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, সোমবার দুপুরে ময়নাতদন্তের পর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর