বাংলাদেশিদের জন্য ফের খুলল কাতারের শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য ফের খুলল কাতারের শ্রমবাজার

অনলাইন ডেস্ক

কয়েকমাস বন্ধ রাখার পর ফের বাংলাদেশি শ্রমিকদের জন্য কাতারের শ্রমবাজার খুলে দেয়া হয়েছে। আজ বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানিয়েছেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, দোহায় অনুষ্ঠিত এক যৌথ কারিগরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে। আজ বুধবারই থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, মন্ত্রী আরও বলেছেন কাতারে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা। কারণ ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সেখানে অনুষ্ঠিত হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব সেলিম রেজা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, দেশটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় কাতারের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হলো।

এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ ২ থেকে ৩ লাখ শ্রমিক কাতারে পাঠাতে পারবে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল