করোনার ভয়ে ৭০ হাজার বন্দিকে মুক্তি!

করোনার ভয়ে ৭০ হাজার বন্দিকে মুক্তি!

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নতুন কোনো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই ৭০ হাজার বন্দিকে সাময়িক সময়ের জন্য মুক্তি দিয়েছে ইরান। সোমবার দেশটির বিচার বিভাগের প্রধান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

বিশ্বের ১১৫টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে চীনে। সেখানে ৮০ হাজার ৭৫৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ১৩৬ জন।

চীনের পর ইতালিতে সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা।

দেশটিতে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৭২ এবং মৃতের সংখ্যা ৪৬৩। অপরদিকে, মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও এই ভাইরাসের প্রকোপ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর