প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে প্রস্তুত রেখেছে কানাডা

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে প্রস্তুত রেখেছে কানাডা

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হলে কিংবা শারীরিক অসুস্থতার কারণে জাস্টিন ট্রুডো দায়িত্ব পালন করতে না পারলে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।  

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে প্রস্তুত রাখা হয়েছে। এ ব্যাপারে প্রিভি কাউন্সিল চিঠি দিয়ে সবাইকে জানিয়ে রেখেছে।

তবে সরকারি সূত্রে বলা হয়েছে, জাস্টিন ট্রুডে সম্পূর্ণ সুস্থ আছেন এবং সেল্ফ আইসোলেশনে নিজ বাসা থেকে রাষ্ট্রীয় এবং দাপ্তরিক সব কাজ করছেন।

প্রসঙ্গত, জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি করোনায় আক্রান্ত হওয়ার পর প্রধানমন্ত্রী নিজে এবং তার পরিবারের সদস্যরা সেল্ফ আইসোলেশনে আছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন।

করোনা ভাইরাস মোকাবেলার মতো জরুরী প্রস্তুতিতে হঠাৎ প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে পড়লেও যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সেজন্য আগে থেকেই প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বপালকারী নির্ধারণ করে রাখা হয়েছে বলে জানা গেছে।

 সূত্র: নতুন দেশ

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল