চীন থেকে ঢাকায় এসে পৌঁছেছে কিট মেডিকেল সরঞ্জাম

সংগৃহীত ছবি

চীন থেকে ঢাকায় এসে পৌঁছেছে কিট মেডিকেল সরঞ্জাম

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস শনাক্তে কিট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) ও থার্মোমিটার এসেছে চীন থেকে।  

বৃহস্পতিবার বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কিট এসে পৌঁছায়।  

ঢাকার চীন দূতাবাস এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে কিট ও মেডিক্যাল সরঞ্জাম এসেছে।


 
চীন বাংলাদেশকে ১০ হাজার লোকের করোনাভাইরাস পরীক্ষা সরঞ্জাম (টেস্ট কিট), ১৫ হাজার সার্জিক্যাল মাস্ক, ১০ হাজার 'মেডিক্যাল প্রসেসিং ক্লোদিং' এবং এক হাজার 'ইনফ্রারেড থার্মোমিটার' দিয়েছে। এর অংশ হিসেবে আজ সেদেশ থেকে দ্বিতীয় ধাপে এসেছে এসব সরঞ্জাম।

করোনা ভাইরাস পরীক্ষায় বাংলাদেশে পর্যাপ্ত 'টেস্ট কিট' না থাকায় সম্প্রতি সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চীনের কাছে টেস্ট কিটসহ চিকিৎসা সরঞ্জাম সহায়তা চায়। চীন এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয়।

দেশটি করোনা ভাইরাস মোকাবেলায় ইতালিসহ অন্যান্য দেশকেও সহায়তা করছে।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল