করোনায় নতুন আক্রান্তদের একজন সৌদিফেরত

করোনায় নতুন আক্রান্তদের একজন সৌদিফেরত

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে নতুন করে দুইজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন সৌদি আরব থেকে এসেছেন। অপরজনের সংক্রমণের উৎস খুঁজে পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন সৌদি আরব ফেরত।

আইইডিসিআর পরিচালক বলেন, যারা সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপস্বর্গ নিয়ে মারা গেছেন তাদের শরীরে করোনার নমুনা মেলেনি।

করোনা ভাইরাসের আক্রান্তদের মধ্যে আরও ছয়জন সুস্থ হয়েছেন।

ফলে মোট সুস্থ হয়েছেন ২৫ জন বলে জানান তিনি।

বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৫১ জন, মারা গেছেন ৫ জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৫ জন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর