টাঙ্গাইলে ৫৪ স্থানে চেকপোস্ট

টাঙ্গাইলে ৫৪ স্থানে চেকপোস্ট

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে গত মঙ্গলবার বিকেল চারটা থেকে লকডাউন চলছে। লকডাউন কার্যকর করতে জেলা জুড়ে ৫৪টি চেকপোস্ট বসানো হয়েছে। যাতে শহরে বা জেলায় কোনো গণপরিবহন সহ কেউ প্রবেশ করতে না পারে।  

পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক কাজ করছে।

জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে ও অযথা আড্ডা দেওয়া এবং ঘুরাফেরা করলে করা হচ্ছে জরিমানা।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন কার্যকর করতে জেলার ১৩টি থানা এলাকায় ৪০টি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও জেলা শহরের মধ্যে আরও ১৪টি চেকপোস্ট বসানো হয়েছে।

যাতে বাইরে থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে না পারে। তবে ওষুধ, রোগী বহনের গাড়ি ও খাদ্য পণ্যের যান চলাচল করতে কোনো বাধা নেই।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর