ত্রাণ কমিটি গঠন নিয়ে জামালপুরে আ.লীগের সভা

ত্রাণ কমিটি গঠন নিয়ে জামালপুরে আ.লীগের সভা

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস সঙ্কট মোকাবিলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রাণ কমিটি গঠন নিয়ে জামালপুর জেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

যৌথ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি, ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল, জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম হোসনে আরা, সাবেক ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, সোহরাব হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মাসুম রেজা রহিম, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাকসুদ বিন জালাল প্লাবন প্রমূখ।

করোনাসংকট মোকাবেলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সভায় আলোচনা হয়।

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংগঠনিক নির্দেশনাগুলো পাঠ করেন মির্জা আজম এমপি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর