খুলনায় দোকানপাট খোলা থাকবে সপ্তাহে তিন দিন

খুলনায় দোকানপাট খোলা থাকবে সপ্তাহে তিন দিন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

১১ দিন বন্ধ থাকার পর খুলনা নগরীতে সপ্তাহে রবি, সোম ও মঙ্গলবার দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান খোলা থাকবে। সপ্তাহে বাকি চারদিন দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে পূর্বের নির্দেশনা অনুযায়ী আগামী ২৫ জুন পর্যন্ত সকল দোকাটপাট বন্ধ থাকবে।

এরপর নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে। সোমবার করোনা ভাইরাস সংক্রান্ত খুলনা জেলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।

জানা যায়, এর আগে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী করোনা সংক্রমণ প্রতিরোধে ১১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত নগরীর সকল দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, রেডজোন এলাকার বাইরে নগরীতে সপ্তাহে তিনদিন সীমিত পরিসরে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে।

বাকি চারদিন বন্ধ থাকবে। তবে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ উপস্থিত ছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর