মাদারীপুরে ইট ভাটার ব্রীজ ভেঙ্গে শ্রমিক নিহত

মাদারীপুরে ইট ভাটার ব্রীজ ভেঙ্গে শ্রমিক নিহত

বেলাল রিজভী, মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলার হাজরাপুর ব্রীজের পাশে ইটভাটায় নিজস্ব তৈরি ব্রীজ ভেঙ্গে পানিতে ডুবে সজল বেপারী (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত সজল বেপারী মাদারীপুর পৌরসভার মধ্য খাগদী এলাকার ইনছু বেপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাজরাপুর ব্রীজের পাশে মের্সাস ইদ্রিস মোল্লা ব্রিকস-২ নামের ইটভাটার যাতায়াতের পথে মাঝে ছোট শাখা খাল পড়ে।

তার উপর নিজস্ব তৈরি ব্রীজ দিয়ে ইট ভাঙ্গার কাজ করার জন্য ইটভাঙ্গার মেশিন নিয়ে ভাটায় আসছিলেন সজলসহ আরো চার শ্রমিক। ব্রীজের ওপর উঠলে ইটভাঙ্গার মেশিনসহ তারা শ্রমিক পানিতে পড়ে ডুবে যায়। অন্য চারজন শ্রমিক আহত অবস্থায় উপরে উঠতে পারলেও সজল মেশিনের নিচে আটকে পড়ে থাকে। পরে স্থানীয় লোকজন এসে মেশিনের নিচে পানির মধ্যে থেকে সজলের মৃতদেহ উদ্ধার করে।
পরে সদর থানা-পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোল্লা ব্রিকস এর মালিক ইদ্রিস মোল্লা ফোনে জানান, আমি ওই ব্রীজ ভ্যান নেওয়ার জন্য তৈরি করেছি। তাদের তো ব্রীজ দিয়ে ইটভাঙ্গা মেশিন নিতে বলা হয় নাই।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া জানান, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। থানায় মামলা প্রক্রিয়াধীন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর