অচলাবস্থা বেনাপোল স্থলবন্দরে, ভারতীয় অংশে আটকে আছে কয়েক হাজার ট্রাক

অচলাবস্থা বেনাপোল স্থলবন্দরে, ভারতীয় অংশে আটকে আছে কয়েক হাজার ট্রাক

বকুল মাহবুব, বেনাপোল

পণ্যজটে প্রায় অচলাবস্থা বেনাপোল স্থলবন্দরে। দেশে আমদানি এখন বন্ধই বলা চলে। বন্দরের ধারণ ক্ষমতার চার গুন পণ্য গোডাউন ও বিভিন্ন জায়গায় রাখায় ভারতীয় অংশে কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক আটকে আছে।  

ভারতের পেট্রাপোল থেকে পণ্যবাহী এসব ট্রাক বাংলাদেশে ঢোকার অপেক্ষায়।

ভারত থেকে আমদানি পণ্য খালাস হবে বেনাপোলে। তবে বেনাপোল এখন আমদানি পণ্য গ্রহণের অবস্থায় নেই।

বেনাপোল স্থলবন্দরের সব জায়গায় পণ্যের ছড়াছড়ি। তিল ধারণের জায়গাও যেনো নেই।

ধারণ ক্ষমতার চারগুণ পণ্য এখন এই স্থলবন্দরে। বন্দরব্যবহারকারিদের অভিযোগ, পর্যাপ্ত সুবিধা না থাকায় পণ্যজট বেড়েছে। এছাড়া বন্যা ও ফেরিঘাটের খারাপ অবস্থাও এজন্য কিছুটা দায়ি।

বেনাপোল বন্দরে সড়ক পথে পণ্য ঢোকার পাশাপাশি রেলপথেও পণ্য খালাস হবে শিগগির। এমন বাস্তবতায় স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন এখন সময়ের দাবি, বলছেন সংশ্লিষ্টরা।

বন্দরের পণ্য ধারণ ক্ষমতা বাড়াতে কয়েকটি উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের উপ-পরিচালক।

ভারতের কলকাতার নিকটবর্তী হওয়ায় বেনাপোল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। ব্যবহার বাড়াতে এই বন্দরের আধুনিকায়ন জরুরি বলে মনে করেন আমদানি-রপ্তানি সংশ্লিষ্টরা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর