বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যু কম

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যু কম

নিজস্ব প্রতিবেদক

করোনায় গেল ২৪ ঘন্টায় মোট সংক্রমণের সংখ্যা পূর্ববর্তী দিনের চেয়ে অনেকটাই কমেছে। একদিনে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৭ হাজার। প্রাণ হারিয়েছে ৩ হাজার ৮৪৬ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মোট সংক্রমিত হলো ২ কোটি ৭৪ লাখ ৯০ হাজারের বেশি।

আর মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো প্রায় ৮ লাখ ৯৭ হাজার।

টানা ৫ দিন সর্বোচ্চ সংক্রমণে বিশ্বরেকর্ড গড়ার পর গেল ২৪ ঘন্টায় কিছুটা কম সংক্রমণের দেখা পেয়েছে ভারত। । একদিনে ৭৫ হাজারের বেশি আক্রান্ত ও ১ হাজার ১২৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে দেশটিতে।

সংক্রমণ কমেছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলেও। দেশদুটোতে যথাক্রমে ২৮৬ ও ৩১৫ জনের মৃত্যু হয়েছে।  

পশ্চিম ইউরোপের মধ্যে সর্বপ্রথম ৫ লাখ করোনা সংক্রমণ ছাড়িয়ে গেছে স্পেনে। গেল মার্চের পর একদিনে সর্বোচ্চ হাজারের অধিক করোনা রোগী শনাক্ত হয়েছে লিবিয়ায়। সংক্রমণ বাড়তে থাকায় নতুন কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে তুরস্ক। তবে বাণিজ্যের জন্য সকল সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরাক।


আরও পড়ুন:

হাইপারসনিক যুগে প্রবেশ করল ভারত


অক্টোবরের ১ তারিখ থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করবে ওমান। আর ১৫ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এদিকে, করোনাই শেষ নয়, পরবর্তী মহামারীর জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে  বিশ্ববাসীকে, সোমবার এমনটাই সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ