করোনা টেস্টের পর অনুশীলন শুরু

করোনা টেস্টের পর অনুশীলন শুরু

নিজস্ব প্রতিবেদক

ক্রিকেটারদের দুই দিনব্যাপী করোনা টেস্টের পর মিরপুরে শুরু হয়েছে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন। হোম অব ক্রিকেটে ব্যাটিং, বোলিং আর রানিং সেশনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন খেলোয়াড়রা।  

ঢাকায় অনুশীলনে যোগ দিয়েছেন অলরাউন্ডার মেহেদী মিরাজ। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে কয়েক সপ্তাহ ধরে টানা অনুশীলন করে যাচ্ছেন ক্রিকেটাররা।

এরইমধ্যে এক ট্রেইনার শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেলে ৫দিন বন্ধ থাকে টাইগারদের প্রস্তুতি। প্রথম ধাপের ১৭ ক্রিকেটার ও ৭জন স্টাফের ওপেনার সাইফ হাসান ও ট্রেইনার নিক লির করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। বাকি খেলোয়াড়দের নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ


আরও পড়ুন:

'এবারের আইপিএলটা সাকিবের হতে পারত '