বাফুফে নির্বাচনে ৪৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বাফুফে নির্বাচনে ৪৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মাহফুজুল ইসলাম

বাফুফে নির্বাচনে ৪৯ প্রার্থীর সবার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার বাফুফেতে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে এমন তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন।  

এদিকে, ৩ অক্টোবরের নির্বাচনে প্রার্থী, ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের আচরণবিধি কেমন হবে, সে বিষয়েও বিস্তারিত জানান প্রধান নির্বাচন কমিশনার।    

বাফুফেতে নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাছাই প্রকৃয়া শেষ করতে বেশি সময় নেননি তিন নির্বাচন কমিশনার।

বিকেল তিনটায় শুরু হয়ে সর্বোচ্চ ৪০ মিনিটের মধ্যেই শেষ হয় ২১ পদের বিপরীতে ৪৯ প্রার্থীর দাখিল করা মনোনয়ন যাচাই বাছাই।

যাচাই বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, যেহেতু কোনো প্রার্থীর মনোনয়নের উপর কেউ কোনো আপত্তি প্রদান করেনি, সেহেতু প্রার্থীদের সকলের মনোনয়নপত্র পুনরায় যাচাই বাছাই শেষে কোনো ত্রুটি পাওয়া যায়নি।

এদিকে, নির্বাচনে আচরণবিধির নানান দিক তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার।   

তবে, সাম্প্রতিক সময়ে নির্বাচনী আমেজে নির্বাচন কমিশন থেকে দেয়া করোনা সতর্কতা ও নির্দেশাবলী সঠিকভাবে মানা হচ্ছে না বলেও জানান কমিশনার।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবানও জানান তিনি।


আরও পড়ুন: এবার অস্থির হয়ে উঠেছে চালের বাজার


নিউজ টোয়েন্টিফোর/নাজিম