কমেনি পেঁয়াজের ঝাঁঝ

কমেনি পেঁয়াজের ঝাঁঝ

নিজস্ব প্রতিবেদক

এখনো কমেনি পেঁয়াজের ঝাঁঝ। চট্টগ্রামে খুচরা বাজারে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে  ৬৫ থেকে ৬৮ টাকায়।

খাতুনগঞ্জে পাইকারিতে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭২-৭৫ টাকা।

ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬২  থেকে ৬৫  টাকা। দফায় দফায় দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা ।

গেল ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এতে দাম বেড়ে পেঁয়াজের কেজি  ১২০ টাকা পর্যন্ত ওঠে।

এরপরই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা শুরু করে ভোক্তা অধিকার অধিদপ্তর । এ পরিস্থিতিতে পেঁয়াজের দাম নতুন করে আর বাড়েনি।

আরও পড়ুন: দুই মাস ধরে নিজের মেয়েকে ধর্ষণ, দাদা-দাদিকে বলেও রেহাই পায়নি কিশোরী!

এদিকে, প্রধান তিন স্থলবন্দর দিয়ে আজও ভারত থেকে আসেনি কোনো পেঁয়াজের ট্রাক। তবে কয়েকদিনের মধ্যেই চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে আসছে আমদানি করা পেঁয়াজ।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর