মুদি দোকানে পোস্ট অফিস

মুদি দোকানে পোস্ট অফিস

অন্তরা বিশ্বাস

কোথাও পোস্ট অফিসের ভবন আছে কিন্তু কাজ বন্ধ। কোনো অফিসে বৃষ্টি এলে পানি পড়ে। কোথাও আবার ডাকের কাজ চলে পোস্ট মাস্টারের ব্যক্তিগত দোকান থেকে। দেশের অগনিত পোস্ট অফিসের এমন করুণ দশা।

রয়েছে জনবলের অভাবও।

শত বছরের পুরানো ডাকঘর। নারায়ণগঞ্জের কালীরবাজার চাড়ারগোপ এলাকায় রেলওয়ের একটি ভবনে ছিল নৈশ পোস্ট অফিস। চলতি বছরের আগস্টের নয় তারিখ থেকে তার কার্যক্রম বন্ধ।

অফিসের কাগজপত্র সরিয়ে নেওয়া হয় ঢাকার কমলাপুর রেলস্টেশনের পোস্ট অফিসে।

news24bd.tv

ফলে বিপাকে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের এই ডাক ব্যাবহারকারী অনেক মানুষ।

রাতের বেলা পোস্ট অফিসের ভবনে বসে মাদকসেবীদের আখড়াও।

নারায়ণগঞ্জের মদনপুরে আরেকটি পোস্ট অফিস। এটি এখন মসজিদের বর্ধিতাংশ। পোস্ট অফিসের কাজ চলে পোস্ট মাস্টারের ব্যক্তিগত দোকান থেকে।

দেশের অগনিত পোস্ট অফিসের এমন বেহাল দশা। কোথাও অফিস নেই তো কোথাও নোনা ধরা দেয়াল থেকে খসে পরছে পলেস্তারা। বৃষ্টি এলে চুইয়ে পড়ে পানি। ফাইলে মাকড়শার জাল। শত বছরের পুরানো ভবনে রয়েছে ঝুঁকিও।

news24bd.tv

লোকবল সঙ্কটের কারণে দেরি হচ্ছে চিঠিপত্র বিলিতেও। ১৬ বছর ধরে পোস্ট মাস্টার, মেইল ক্যারিয়ার ও রানার পোস্টে কোনো নিয়োগও হয়নি বলে জানিয়েছেন ঢাকা জিপিও এর ডেপুটি পোস্টমাস্টার জেনারেল খন্দকার শাহ্ নূর সাব্বির।

পরিস্থিতির পরিবর্তন হবে বলে জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

কবে ডাক বিভাগ যুগের সাথে তাল মিলিয়ে নতুন রূপে আসতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর