মহানবীর জম্মদিন উপলক্ষে এরদোয়ানের শুভেচ্ছা

মহানবীর জম্মদিন উপলক্ষে এরদোয়ানের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

মুসলিমবিশ্বকে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জম্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ বৃহস্পতিবার (১২ রবিউল আউয়াল) স্থানীয় সময় অনুসারে মহানবী (সা.)-এর জম্মদিন হিসেবে উদযাপন করছে তুরস্ক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতের প্রথম প্রহরে এক টুইট বার্তায় বিশ্বের সব মুসলিমদের শুভেচ্ছা জানিয়ে মহানবীর প্রশংসায় তুর্কি ভাষায় লিখিত কবিতার কয়েক চরণ উল্লেখ করেন তিনি। যার অর্থ, ‘হে মনিব, আপনার ভালোবাসায় আমার প্রাণ উৎসর্গ, আপনাকে পেয়ে আমি অভিভূত।

কেবল আমি নই, বরং পুরো বিশ্ব আপনার তরে নিবেদিত...। ’


আরও পড়ুন: ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ লকডাউন ঘোষণা করলেন


গত একদিন আগে এক সংসদ অধিবেশনে মহানবী (সা.)-এর প্রতি ভক্তি ও ভালোবাসা প্রকাশ করে আরবিতে একটি কবিতা আবৃত্তি করেছিলেন। মহানবী (সা.) হিজরত করে ইয়াসরিব পৌঁছলে সেখানকার অধিবাসীরা তা আবৃত্তি করে মহানবীকে সম্ভাষণ জানিয়েছিল।

মহানবী (সা.)-এর অবমাননা করে ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাখোঁর বক্তব্যের প্রতিবাদ করে তা আবৃত্তি করেন এরদোয়ান।

বিশ্বনবী মুহাম্মাদ (সা.)-এর জম্মদিবস উপলক্ষে বিশ্বের সব মুসলিম ও তুরস্কবাসীর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে সবার কল্যাণ প্রত্যাশা করেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

 

Rûhum sana âşık, sana hayrandır Efendim,
Bir ben değil, âlem sana kurbandır Efendim.
Doğ kalbime bir lâhzacık ey Nur-i dilârâ,
Nûrun ki; gönül derdime dermandır Efendim...

Leyle-i Mevlid’imiz mübarek olsun. pic.twitter.com/mR9UbVlIfB

— Recep Tayyip Erdoğan (@RTErdogan) October 28, 2020

news24bd.tv কামরুল