সমুদ্রে মাছ শিকার বন্ধ, চরম বিপাকে চট্টগ্রামের জেলেরা

সমুদ্রে মাছ শিকার বন্ধ, চরম বিপাকে চট্টগ্রামের জেলেরা

নয়ন বড়ুযা জয়, চট্টগ্রাম

সমুদ্রে মাছ শিকার বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে চট্টগ্রামের জেলেরা। সংসারের ব্যায়ভার বহন ও মহাজনের্ ঋণ শোধ করা নিয়ে দুচিন্তায় দিন কাটাচ্ছেন জেলেরা।  

অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞার সময় প্রত্যেক জেলেকে ২০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও তা পাননি অনেকে । এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরই সমুদ্র ও নদ-নদীতে মাছ শিকারে  নিষেধাজ্ঞা জারি করে সরকার।   এ বছরও  ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন  ইলিশ ধরা, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।


আরও পড়ুন: সাত মাস পর পর্যটক প্রবেশে খুলে দেয়া হল সুন্দরবন


এ অবস্থায় আয় রোজগারের পথ বন্ধ হওয়ায়  বেকার সময় কাটাতে হচ্ছে জেলেদের ।

জেলেরা জানান, সমুদ্রে মাছ শিকার বন্ধ আবার করোনার কারণে কোন কাজও নেই ।

এ পরিবারের ব্যায় ভার ও মহাজনের মহাজনের্ ঋণ শোধ করা নিয়ে দুচিন্তায় দিন কাটাচ্ছেন তারা।

নিষেধাজ্ঞার সময় প্রত্যেক জেলেকে ২০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও জুটেনি এখনও এক মুটো চাল অভিযোগ জেলেদের।

তবে দ্রুত সময়ের মধ্যে সরকারী সহায়তা জেলেদের দেয়া  হবে বলে জানালেন সংশ্লিস্টরা ।     

নিষেধাজ্ঞা মেনে নদ-নদীতে জেলেরা জাল না নামালে মাছ উৎপাদন বৃদ্ধি পাবে। আর এর সুফল পাবে জেলেরা।  
আগামী ৪ নভেম্বর শেষ হবে মাছ ধরার ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা।

news24bd.tv কামরুল

সম্পর্কিত খবর