এমএলএমের নামে প্রতারণা

এমএলএমের নামে প্রতারণা

মৌ খন্দকার

বন্ধ হয়ে যাওয়া এম এল এম কোম্পানি ডেসটিনির আদলে ই-কমার্সের নামে অবৈধভাবে এমএলএম কোম্পানির পরিচালনা ও গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

২২ লক্ষাধিক গ্রাহকের কাছ থেকে প্রতারণার নামে ২শ ৬৮ কোটি টাকা এরিমধ্যে হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্র, দাবি করেছে ডিবি।  

সোমবার রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বন্ধ হয়ে যাওয়া বহুল আলোচিত এমলএম কোম্পানি ডেসটিনির আদলে গ্রাহকের অর্থ হাতিয়ে নিতে প্রতারণার ফাঁদ পাতে আল আমিন প্রধান ও তার সহযোগিরা।


আরও পড়ুন: মেয়ের গোঙরানির শব্দ শুনে টের পান মা


ডেসটিনির ব্যবসাকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে এ পথ বেছে নেয় তারা। এরিমধ্যে সফল হয় এই চক্র।  

২২লক্ষ ২৬হাজার ৬৬৮জন গ্রাহকের কাছ থেকে পিরামিড আকৃতির এ ব্যবসার মাধ্যমে ২৬৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র।

চলতি বছরের ১লা জানুয়ারি ই-কমার্সের নামে লাইসেন্স নিয়ে মাত্র ৮মাসে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের নামের এই প্রতিষ্ঠান।

মহানগর গোয়েন্দা পুলিশ মূলত এ অভিযোগেই প্রতিষ্ঠানটির এমডি ও সিইও এবং উর্ধ্বতনসহ ৬জন কর্মকর্তা-কর্মচারিকে কলাবাগান এফ হক টাওয়ার থেকে গ্রেফতার করে।

হাতিয়ে নেয়া অর্থ খুঁজে বের করতে এরিমধ্যে গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার  হাফিজ আক্তার।  

স্ব-প্রনোদিত হয়ে গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করেছে জানিয়ে ডিবি বলছে, অবৈধ ভাবে গ্রাহকের অর্থ হাতিয়ে নেয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবেন তারা।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর