সুন্দরবনে শুরু হয়েছে মাছ আহরণ ও শুটকি মৌসুম

শেখ আহসানুল করিম

  সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে  মাছ আহরণ ও শুটকি প্রক্রিয়াকরণ মৌসুম। ৫ নভেম্বর থেকে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত চলবে এ মৌসুম। বৃহস্পতিবার সকাল থেকেই সাগরে যাওয়া শুরু করেছেন জেলেরা।

 তবে করোনা মহামারীর এই সময় জেলেদের জন্য  চরে অস্থায়ী হাসপাতাল ও চিকিৎসা সেবার ব্যবস্থার দাবী জানিয়েছেন অনেকে  ।

 

প্রতি বছর শীত মৌসুমের আগ মুহূর্তেই শুরু হয় দুবলার চরে শুটকি মৌসুম। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে জেলেদের সাগর ও দুবলার চরে যাওয়ার অনুমতি দিয়েছে বনবিভাগ। পাস পারমিট নিয়ে  বৃহস্পতিবার সকাল থেকেই সাগরে যাওয়া শুরু করেছেন জেলেরা।


আরও পড়ুন: দেশে কতো লোক বেকার তার সঠিক হিসেব নেই


এ মৌসুম ঘিরে উপকূলের কয়েক হাজার জেলে জড়ো হন দুবলার চরে।

মাছ ধরার জন্য নৌকা ও জাল নিয়ে তারা যান সমুদ্রে।  চরে ৫ মাস ধরে মাছ আহরণ ও শুটকি তৈরির কাজ করেন জেলেরা ।

তবে করোনা মহামারীর এই সময়ে জেলেদের জন্য চরে অস্থায়ী হাসপাতাল কিংবা চিকিৎসা সেবার ব্যবস্থার দাবী জানিয়েছেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন চেয়ারম্যান, ড. শেখ ফরিদুল ইসলাম এবং বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন।

এবার ৫ নভেম্বর থেকে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত চলবে এ শুটকি  মৌসুম।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর