মাস্ক পরা বাধ্যতামূলক করবেন বাইডেন

মাস্ক পরা বাধ্যতামূলক করবেন বাইডেন

অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে এখনও প্রাণহানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র। এ ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ৪৩ হাজার ৭৬৮ হাজারের মতো মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লাখ ৮৮ হাজার ৪৮০ জন। আর তাই শপথ গ্রহণের পরপরই করোনা মোকাবিলায় কাজ শুরু করার কথা জানিয়েছেন জো বাইডেন।

ইতিমধ্যে বিজয়ী ভাষণেই বাইডেন একটি বিশেষজ্ঞ দল তৈরির ঘোষণা দিয়েছেন যারা করোনাভাইরাস মহামারি মোকাবেলায় নেতৃত্ব দেবেন।


আরও পড়ুন: মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন


করোনা সংক্রমণ রোধে জো বাইডেন মাস্ক পরা বাধ্যতামূলক করতে চান বলে তার কাছের সহযোগীদের কাজ থেকে জানা গেছে।

এছাড়া তিনি সকল মার্কিন নাগরিকদের জন্য নিয়মিত বিনামূল্যে করোনাভাইরাসের পরীক্ষার ব্যবস্থা এবং সকলের জন্য বিজ্ঞানভিত্তিক নির্ভরযোগ্য তথ্য ভিত্তিক নির্দেশিকা প্রচলন করতে চান। সূত্র: বিবিসি

news24bd.tv নাজিম