নিখোঁজের চারদিন পর জলাশয়ে মিলল ইটভাটার পাহারাদারের মরদেহ

নিখোঁজের চারদিন পর জলাশয়ে মিলল ইটভাটার পাহারাদারের মরদেহ

জুবাইদুল ইসলাম, শেরপুর

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের চারদিন পর জলাশয় থেকে সোহেল মিয়া ওরফে বাবু (৩০) নামে এক ইটভাটার পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

আজ সকালে শ্রীবরদী সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী গ্রামের নিলক্ষিয়া সড়কের পাশের একটি জলাশয় থেকে তার মরদহটি উদ্ধার করা হয়। নিহত বাবু স্থানীয় গোলাপ আলীর ছেলে ও জেইউবি ইটভাটার পাহারাদার ছিল।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে স্থানীয় জেইউবি ইটভাটার পাহারাদার হিসেবে কাজ করে।

গত ২৪ নভেম্বর সকালে সে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরে আসেনি।  


আরও পড়ুন: নতুন লুকে নুসরাত


পরে তাকে খোঁজাখোঁজি করে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এদিকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নয়ানী শ্রীবরদী এলাকার একটি জলাশয়ে সোহেলের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।  

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে জলাশয় থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে ঘটনাটি রহস্যজনক। এ বিষয়ে তদন্ত চলছে।

news24bd.tv নাজিম