‌‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত জো বাইডেন ও কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের অন্যতম উল্লেখযোগ্য গণমাধ্যম টাইম ম্যাগাজিন প্রতিবছরের মতো এবারো তাদের প্রচ্ছদে বর্ষসেরা ব্যক্তির নাম ঘোষণা করলো। ২০২০ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে টাইম ম্যাগাজিন বেছে নিয়েছে মার্কিন নির্বাচনে ইতিহাস গড়ে নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই সাময়িকীতে প্রতি বছরের শেষে আলোচিত ব্যক্তিত্ব নির্বাচন করে, যাকে তারা বলে ‘পারসন অব দ্য ইয়ার’। বাইডেন-হ্যারিসের এ জয় এমন কিছুরই প্রতিনিধিত্ব করে, যা ঐতিহাসিক, বলে টুইট করেছে টাইম।

এ নিয়ে প্রথমবার যুক্তরাষ্ট্রের কোনো ভাইস প্রেসিডেন্টের নাম টাইমের বর্ষসেরা ব্যক্তিতে এলো।

আরও পড়ুন: মাশরাফির গান, সাকিবের নাচ ভাইরাল(ভিডিও)

গেলো বছর জলবায়ু আন্দোলনেকর্মী সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গকে ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করেছিল টাইম। টাইম ১৯২৭ সাল থেকেই ‘পারসন অব দ্য ইয়ার’ খেতাব দিয়ে আসছে। প্রথমদিকে এটি ‘ম্যান অব দ্য ইয়ার’ থাকলেও পরে নাম বদলে যায়।

ব্যক্তির পাশাপাশি বিভিন্ন গোষ্ঠী, আন্দোলন এমনকী ধারণাও বিগত বছরগুলোতে এ খেতাব পেয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর