ধর্মীয় অনুষ্ঠানে বিস্ফোরণে ১৫ শিশু নিহত

ধর্মীয় অনুষ্ঠানে বিস্ফোরণে ১৫ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে শুক্রবার একটি ধর্মীয় অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন মারা গেছে। আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন। হতাহতদের বেশিরভাগই শিশু বলে জানিয়েছে বিবিসি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, গজনি প্রদেশের গিলান জেলায় আয়োজিত কোরআন তেলাওয়াত অনুষ্ঠানস্থলে দুর্বৃত্তরা একটি রিকশায় বোমা বিস্ফোরক পেতে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ঝুঁকিপূর্ণ রেলক্রসিং নিরাপদ হবে কবে?

তবে স্থানীয়রা বলছেন, রিকশায় পেতে রাখা দুর্বৃত্তদের বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

অন্যদিকে বিবিসির খবরে এসেছে, শিশুরা পরিত্যক্ত একটি বোমা কুড়িয়ে এক বিক্রেতার কাছে নেওয়ার সময় শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠে আশপাশ।

এতে ঘটনাস্থলেই ১৫ শিশু প্রাণ হারায়। এ বিষয়ে তালেবানদের মুখপাত্র গণমাধ্যমকে একটি বার্তা পাঠিয়ে দাবি করেন, ওই অঞ্চলে একটি অপরিশোধিত বোমা থেকে দুর্ঘটনাবশত বিস্ফোরণ ঘটেছে।

তবে প্রকৃত কারণ বের করতে নিরাপত্তা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর