ব্রিটেন ফেরত যাত্রীদের ৭ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক : স্বাস্থ্যমন্ত্রী

ব্রিটেন ফেরত যাত্রীদের ৭ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন রূপের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বিশ্বের বেশকিছু দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল সাময়িক বন্ধ রাখলেও বাংলাদেশ এ ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। তবে বিষয়টি গুরুত্ত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।  

বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশকিছু সংস্কার কাজের উদ্বোধনকালে এসব কথা জানান প্রতিমন্ত্রী। যুক্তরাজ্য থেকে আসা সব যাত্রীকে আলাদাভাবে মেডিকেল চেকআপ করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, পিসিআর টেস্ট ছাড়া কোনো যাত্রীকে ছাড়া হবে না।

করোনা মহামারির মধ্যেও যাত্রী সেবার মান বাড়াতে দেশের সবকটি বিমানবন্দরে সমানতালে সংস্কার কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। তবে বিষয়টি গুরুত্ত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। জানান, ব্রিটেন ফেরত যাত্রীদের সাতদিনের কোয়ারেন্টাইনে থাকা আবশ্যক।


নিজেকে আবেদনময়ী করতে গিয়ে অস্ত্রোপচারে প্রাণ গেল মডেলের

রোহিঙ্গাদের ফেরাতে পাশে থাকবে তুরস্ক

মাদারীপুরে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সম্পর্ক বাঁচাতে নারী সহকর্মীদের গোসলের ভিডিও প্রেমিককে পাঠাত নার্স


নিউজ টোয়েন্টিফোর / কামরুল