রাজধানীতে হয়ে গেল মুক্তিযুদ্ধের কিশোর পাঠ

রাজধানীতে হয়ে গেল মুক্তিযুদ্ধের কিশোর পাঠ

নিজস্ব প্রতিবেদক

প্রতিবছরের মতো এবারও নানা আয়োজনে অনুষ্ঠিত হলো মুক্তিযুদ্ধের কিশোর পাঠ। শিশু কিশোর মেলা ঢাকা নগর শাখার উদ্যোগে রোববার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বাশিকপ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

news24bd.tv

আজকের এই অনুষ্ঠানে আলোচনা করেন, দেশের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি জয়দীপ ভট্টাচার্য।

news24bd.tv


‘বিনা দাওয়াতে’ মাহফিলে ওয়াজ, মামুনুলের বিরুদ্ধে মামলা

বন্ধ করে দেয়া হলো সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জ রুটের বাস চলাচল

নতুন আবাসিকে গ্যাস-সংযোগ আর দেওয়া হবে না


আয়োজনে ৫২-৯২ পর্যন্ত সংগঠিত আন্দোলনের সংগ্রামকে প্রদর্শনীর মধ্য দিয়ে তুলে ধরা হয়।

news24bd.tv

এছাড়াও মিরপুর, কড়াইল, লালবাগ, সূত্রাপুর, খিলগাঁওসহ বিভিন্ন পাঠাগারের শিক্ষার্থীদের পরিশেনায় গান, আবৃত্তি, নাচ, নাটক, কর্মশালা ও প্রতিযোগিতাসহ মুক্তিযুদ্ধের কিশোর চরিত্রকে নানা দিক থেকে তুলে ধরা হয়।

news24bd.tv নাজিম