অর্থ পাচার: পিকে হালদারের মা সহ ২৫জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট

অর্থ পাচার: পিকে হালদারের মা সহ ২৫জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

অর্থ পাচারের অভিযোগে বিদেশে পলাতক এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের মা-সহ ২৫জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করেছে ভুক্তভোগীরা।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. সোহেলের বেঞ্চে শুনানি চলছে। একই সাথে ড. নাশিদ কামালসহ ফাইন্যান্স লিজিংয়ে পাউনাদার ৫জনকে মামলায় অন্তর্ভুক্ত করেছেন আদালত।

পরবর্তী শুনানী ২০ জানুআরি।

ডেপুটি এ্যাটর্নি জেনারেল জানান, অর্থপাচারকারী পিকে হালদারকে গ্রেপ্তার করতে আদালতের ওয়ারেন্টসহ সব নথি সকালে ইন্টারপোলের কাছে পৌছেছে। যে কোন সময় রেড এলার্ট জারি হতে পারে। এর আগে শুনানিতে আদালত বলেন, অর্থপাচারের দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারেন না। কারণ তাদের উপস্থিতিতে অর্থনৈতিক দুর্নীতি হবে তারা কোন পদক্ষেপ নেবে না তাতো হতে পারেনা।
 

পিপলস লিজিং এর চার ভুক্তভোগীর লিখিত বক্তব্যের উপর শুনানি করছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। চারটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের অন্তত সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাত ও পাচার করে পালিয়ে যান পিকে হারদার। তাকে ফেরাতে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে চেয়ে সুয়োমুটোঁ রুল দেন হাইকোর্ট।

news24bd.tv আহমেদ