নারায়ণগঞ্জে পিকে হালদারের গোপন গুদাম থেকে শত শত দলিল উদ্ধার, প্রাথমিকভাবে ৭ হাজার ৮০ শতাংশ জমি জব্দ করেছে দুদক, এসব জমির বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা
দেশীয় বিলুপ্ত প্রজাতির শকুনটিকে খাওয়ানো হচ্ছে মাংস
বেলাল রিজভী, মাদারীপুর
মাদারীপুরে দেশীয় বিলুপ্ত প্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে জেলা বন বিভাগের কর্মকর্তারা।
সোমবার বিকেলে জেলা শহরের পুরান বাজারের ‘কাঁচা বাজার’ গলি থেকে শকুনটিকে উদ্ধার করা হয়েছে।
বন কর্মকর্তারা জানিয়েছেন, পাখিটি চিকিৎসা সেবা দিয়ে খুলনার বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে পাঠানো হবে।
মাদারীপুর জেলা বন কর্মকর্তা তাপস সেনগুপ্ত বলেন, বিকেলে পুরান বাজারের কাচা বাজারে স্থানীয় লোকজন শকুন পাখিটিকে দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দেশীয় বিলুপ্ত প্রজাতির শকুনটিকে উদ্ধার করে নিয়ে আসি। পরে সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তাকে খবর দিয়ে এনে পাখিটির চিকিৎসা সেবা দিচ্ছি।
আরও পড়ুন:
মোশাররফ করিম ‘বাংলাদেশের শাহরুখ খান’: আনন্দবাজার
গাড়িতে উঠিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ
এফ-৩৫ ও এস-৪০০ একসঙ্গে রাখা যাবে না, তুরস্ককে যুক্তরাষ্ট্র
পুলিশ সুপারের গাড়িতে সেতুমন্ত্রীর কাছে নিয়ে গেল পুলিশ
‘দূর সম্পর্কের বোনের’ সম্মতিতে শারীরিক সম্পর্ক, সাজা বাতিল হলো কিশোরের
তুরস্ককে বাইডেন প্রশাসনের হুমকি
মাদারীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক জানিয়েছেন, পাখিটি কিছুটা ক্লাস্ত দেখা যাচ্ছে। আপাতত আমরা কোনো ধরনের ওষুধ প্রয়োগ করিনি। তবে পাখিকে খাওয়ানোর জন্য বিভিন্ন ধরনের মাংস এনেছি। এগুলো খাওয়ানোর পরে আশা করছি শারীরিক ক্লান্তি দূর হবে। সুস্থ হয়ে উঠবে। এরপরেও যদি কোন ধরনের ওষুদপত্র খাওয়ানোর প্রয়োজন পড়ে; সে ব্যবস্থা করব।
এদিকে জেলা বন কর্মকর্তা তাপস সেনগুপ্ত বলেন, আমরা খুলনা বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে খবর দিয়েছি; তারা এসে শকুনটি নিয়ে গিয়ে সুন্দরবনে ছেড়ে দেবে বলে আমাকে জানিয়েছে।
news24bd.tv তৌহিদ
পরবর্তী খবর
মন্তব্য