জেনে নিন এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তথ্য

জেনে নিন এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তথ্য

অনলাইন ডেস্ক

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু করবে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ১০ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডর কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

আরও পড়ুন:


সাতসকালে বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬, আহত ১৫

হাত-পা বেঁধে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গিয়েছিলাম আলজাজিরা অফিসে, বলেছিলাম কথা

কোন ওয়াক্তের নামাজ কত রাকাআত?


বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ঢাকা জেলা, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের; ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জের, ১ থেকে ৪ মার্চ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার এবং ৭ থেকে ১০ মার্চ ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জ জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। বোর্ডের কলেজ শাখা থেকে এসব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।

রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহে প্রতিষ্ঠানগুলোকে বোর্ড বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে একটি তথ্য ছক পূরণ করে বোর্ডে জমা দিতে বলা হয়েছে।

রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনে ১৫ মার্চের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে।

news24bd.tv/আলী