ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত

Other

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো বহুল প্রতিক্ষীত ঢাকা মোহামেডান লিমিটেডের নির্বাচন। সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিউল ইসলাম (এমপি)।  

এছাড়া ১৬ পরিচালক পদে নির্বাচিত হয়েছেন কাজী ফিরোজ রশিদ, মাহবুব আনামের মতো হেভিয়েট প্রার্থীরা। হেরে গেছেন আরেক হেভিওয়েট সালাম মুর্শেদী।

সুষ্ঠু নির্বাচনে খুশি প্রার্থীরা। ১৩ মার্চ নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করবে বর্তমান অ্যাডহক কমিটি।

নির্বাচনের আগে শনিবার সকালে আনুষ্ঠানিক বার্ষিক সাধারণ সভা। যেখানে বিনা প্রশ্নে পাশ হয়েছে বিগত বছরের আর্থিক হিসেব নিকেশ।

এরপর শুরু হয় ভোটের আনুষ্ঠানিকতা।

দুপুর দুইটায় ভোট শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ছয়টায়। ৩৩৭ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ২৩৯ জন। এর মধ্যে ৭টি ভোট বাতিল হয়। ভোট প্রদানে কেন্দ্রে আসেননি সালাম মুর্শেদী, ক্রিকেটার সাকিব আল হাসান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো হেভিওয়েটরা।


অনুমোদনের অপেক্ষায় সিএমপির ছয় থানা

৩৩৭ জনকে উপসচিব পদে পদোন্নতি

আটকে গেল ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই

শিক্ষার্থীকে পিটিয়ে জখম মাদ্রাসার শিক্ষক প্রেপ্তার


২০ প্রার্থীর মধ্যে ভোটের লড়াইয়ে জয় হয়েছে ১৬ জনের। হেরে গেছেন সালাম মুর্শেদী, কামরুন্নাহার ডানা, মোস্তাকুর রহমান, সাজেদ  এ আদেলের মতো হেভিয়েটরা। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রিয়াজুল কবীর কাওছার।

এদিকে, নির্বাচিত নতুন কমিটির কাছে নিজেদের প্রত্যাশার কথা জানান ভোটাররা।

আগামী শনিবার নতুন কমিটির কাছে ক্ষমতা হস্থান্তর করবে অন্তর্বর্তীকালীন কমিটি।

news24bd.tv নাজিম