শেষ হতে চলেছে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার দিন!

শেষ হতে চলেছে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার দিন!

অনলাইন ডেস্ক

দেশ-বিদেশের সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ দেখার ক্ষেত্রে নেটফ্লিক্সের জনপ্রিয়তা তুঙ্গে। আর এই জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ হল এই ওটিটি প্ল্যাটফর্মের পাসওয়ার্ড শেয়ার করার সুবিধা।

একটি অ্যাকাউন্ট থেকেই অনেকে মিলে এই ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা নিতে পারতেন। কিন্তু সেই সুবিধা এ বার থেকে আর পাওয়া যাবে না।

নেটফ্লিক্সের পাসওয়ার্ড বন্ধুদের সঙ্গে শেয়ার করার দিন শেষ। কয়েকদিন পরেই এই বিষয়ে একটি নতুন ফিচার আনতে চলেছে নেটফ্লিক্স।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই অনেক ব্যবহারকারীর কাছে নোটিস পাঠিয়ে নেটফ্লিক্স জানতে চেয়েছে, তারা অন্য কারও কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে এই ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন কিনা। তাদের নাকি নেটফ্লিক্সের তরফে সাবধানও করা হয়েছে।

নেটফ্লিক্স জানিয়েছে, শুধুমাত্র খুবই পরিচিত ছাড়া কাউকে নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড না জানাতে। কোনও বন্ধুর অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করতে গেলে সেই ব্যবহারকারীর কাছে মেসেজ পাঠাতে হবে। সেই ব্যবহারকারী অনুমতি দিলে তবেই তিনি নেটফ্লিক্স ব্যবহার করতে পারবেন।


আরও পড়ুনঃ


সুপারফুড কাউন চাল

দশ বছর আগে যা ঘটেছে তার জন্য আমি দায়ী নই : প্রভা

প্রিয়াঙ্কাকে জীবনসঙ্গী করার গোপন রহস্য জানালেন নিক

নুসরাতের বুকে নতুন ট্যাটু, কী লেখা আছে জানতে ব্যাকুল ভক্তরা


জানা গিয়েছে, অনেক ব্যবহারকারীর স্ক্রিনে একটি পপ-আপ ভেসে উঠছে। সেখানে লেখা, “আপনি যদি এই অ্যাকাউন্টের মালিকের সঙ্গে বাস না করেন, তা হলে নিজের অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন। ”

এই প্রসঙ্গে নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে, “এই প্রযুক্তি আনা হয়েছে যাতে শুধুমাত্র প্রকৃত ব্যবহারকারীরাই এই ওটিটি প্ল্যাটফর্মের সব সুবিধা নিতে পারেন। কোনও ভুয়ো ব্যবহারকারী যাতে এই মাধ্যম ব্যবহার করার অনুমতি না পায়। ”

তবে কবে এই নতুন ফিচারের ব্যবহার শুরু হবে, সেই বিষয়ে এখনও কিছু জানায়নি নেটফ্লিক্স।

news24bd.tv / নকিব


আরও পড়ুনঃ


সুপারফুড কাউন চাল

দশ বছর আগে যা ঘটেছে তার জন্য আমি দায়ী নই : প্রভা

প্রিয়াঙ্কাকে জীবনসঙ্গী করার গোপন রহস্য জানালেন নিক

নুসরাতের বুকে নতুন ট্যাটু, কী লেখা আছে জানতে ব্যাকুল ভক্তরা