ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ২৫ গাড়ি ভাঙচুর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ২৫ গাড়ি ভাঙচুর

টিয়ারসেল নিক্ষেপ, শর্টগানের গুলি
Other

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ময়মনসিংহে হেফাজতে ইসলামের ডাকা হরতাল পালিত হয়েছে। রোববার ভোরে ও দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় বেরিকেড দিয়ে ব্যাপক ভাঙচুর চালায় হরতালকারীরা।

এসময় এনা ও সৌখিন সার্ভিসের প্রায় ২৫টি বাসসহ অন্যান্য যানবাহন ভাঙচুর করা হয়।

খবর পেয়ে কোতোয়ালী পুলিশ ঘটনাস্থল পৌঁছে টিয়ারসেল ও শর্টগানের গুলি ছোঁড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

 

এসময় র্যাব ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিল। শর্টগানের ছোঁড়া গুলিতে আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়াতে সরকারি স্থাপনায় আগুন,প্রেসক্লাবে হামলা

পল্টন মোড়ে লাঠিসোটা নিয়ে হেফাজত নেতাকর্মীদের অবস্থান

হরতালকে ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সাইনবোর্ডে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষে আহত ৩


গুলিবিদ্ধরা হচ্ছেন- আফরান (৫৫), ইয়াসিন( (২৫), আহাদ (২৩), শাকিল(১৯), আলাল মিয়া (২১)।

কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, যানবাহন ভাঙচুর ও যানমালের নিরাপত্তার স্বার্থে পরিস্থিতি স্বাভাবিক করতে ৩৮ রাউন্ড টিয়ারসেল ও শর্টগানের গুলি ছোঁড়া হয়েছে।

বেরিকেডের কারনে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে দুপুরে নগরীর চরপাড়া এলাকায় হরতালের সমর্থনে অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনাল, পাটগুদাম ব্রীজ মোড় বাস টার্মিনাল ও টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে বাস এবং রেলওয়ে জংশন স্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো।

এদিকে হরতালের কারণে নগরীর কিছু দোকানপাট ছাড়া বেশিরভাগ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক-বিমাসহ আর্থিক
প্রতিষ্ঠানগুলো খোলা ছিল। জেলার অন্য কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

news24bd.tv তৌহিদ