শিবচরে আগুনে ৫ ঘর পুড়ে ছাই

শিবচরে আগুনে ৫ ঘর পুড়ে ছাই

Other

শিবচরে আগুনে ৫ ঘর পুড়ে ছাইমাদারীপুর জেলার শিবচরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৫ টি ঘর। এ সময় গোয়ালঘরে থাকা একটি গাভী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

আগুনে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

সোমবার(২৬ এপ্রিল) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের আনোয়ার হোসেন শিকদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে আনোয়ার হোসেনের স্ত্রী রান্না করছিল। চুলায় রান্নারত অবস্থায় দরকারি কাজে তিনি ঘরে যান।

এ সময় হঠাৎ করেই চুলার আগুন চারপাশে ছড়িয়ে পড়ে রান্নাঘর পুড়তে থাকে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আনোয়ার শিকদার ও তার ভাই মোক্তার শিকদারের বসতঘরে আগুন লেগে যায়। এসময় গোয়াল ঘরে থাকা মোক্তার শিকদারের একটি গাভী পুড়ে যায়।  

খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষনে বসতঘরসহ ৫ টি ঘর পুড়ে যায়।

মোক্তার শিকদার বলেন, আগুনে আমার বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরের কোন কিছুই রক্ষা করতে পারি নি। সব পুড়ে ছাই হয়ে গেছে।

শিবচর ফায়ার সার্ভিস ইনচার্জ শ্যামল বিশ্বাস বলেন, খবর পেয়ে আমরা দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ততক্ষণে ১ টি বসত ঘরসহ মোট পাঁচটি ঘর পুড়ে যায়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর