ইসরায়েলি হামলায় বিদ্যুৎ নেই গাজায়

ইসরায়েলি হামলায় বিদ্যুৎ নেই গাজায়

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা অষ্টম দিনের মতো হামলা চালিয়েছে ইসরাইল। এই ভারী হামলায় গাজা শহরের বড় একটি অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ সোমবার (১৭ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গাজা ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, গাজা শহরের ‘একটি বড় অংশ’ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শহরের দক্ষিণের একমাত্র বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ লাইন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এক ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহেও একাধিকবার এই লাইন মেরামতের কাজ করেছে বলেও জানিয়েছে তারা।


আরও পড়ুনঃ


করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কবি জয় গোস্বামী

ফিলিস্তিনিদের বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান বাংলাদেশের

ধ্বংসস্তূপে ওপর দাঁড়িয়ে র‍্যাপ গাইল ফিলিস্তিনি শিশু (ভিডিও)

হাঙ্গর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে জিপিএস হিসেবে ব্যবহার করে


উল্লেখ্য, এক সপ্তাহ আগে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় ৫৮ জন শিশু ও ৩৪ জন নারীসহ অন্তত ১৯৭ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, আহত হয়েছেন ১ হাজার জনের বেশি।

news24bd.tv / নকিব