২০০ জনকে নিয়োগ দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

২০০ জনকে নিয়োগ দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

অনলাইন ডেস্ক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। অস্থায়ীভাবে দৈনিক মজুরিভিত্তিক (কাজ করলে মজুরি, না করলে নেই) অদক্ষ শ্রমিক (পরিচ্ছন্নতাকর্মী) হিসেবে মোট ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট আবেদন ফরমে আবেদন করতে পারবেন।

পদের নাম

শ্রমিক (পরিচ্ছন্নতাকর্মী)।

পদসংখ্যা

মোট ২০০ জন।

শর্তাবলী

আবেদনপত্রের সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা বা সিটি করপোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড)/ জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি, যোগ্যতা ও অভিজ্ঞতার (যদি থাকে) সনদের সত্যায়িত কপি দিতে হবে। সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/ ডিএনসিসির কাউন্সিলর কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তা/কাউন্সিলরের সুস্পষ্ট নাম, পদবি ও সিল অবশ্যই থাকতে হবে।

এই নিয়োগ সম্পূর্ণরূপে অস্থায়ী, দৈনিক মজুরিভিত্তিক এবং ভবিষ্যতে কোনোক্রমে রাজস্ব খাতে নিয়মিত করার কোনো সুযোগ থাকবে না। নিয়োগপ্রাপ্তির পর প্রার্থী স্থায়ী করার আবেদন করতে পারবেন না এবং এ বিষয়ে বিজ্ঞ আদালতে আবেদন করতে পারবেন না।

২০২১ সালের ১ মে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/ স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্মতারিখ, বয়স, নিজ জেলার নাম, যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে কর্মরত অবস্থায় মৃত পরিচ্ছন্নতাকর্মী এবং ৫৯ বছরে চাকরি হতে অব্যাহতিপ্রাপ্ত কর্মীদের ওয়ারিশেরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া হরিজনদের জন্য সরকার নির্ধারিত কোটা অনুসরণ করা হবে।

আরও পড়ুন:

 দেশে ১৩ জনের শরীরে পাওয়া গেল করোনার ভারতীয় ধরন

  জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাব লজ্জাজনক: নেতানিয়াহু

  জমি চাষের সময় মাটির নিচ থেকে বেরিয়ে এলো হীরা

  রেডিও-টিভিতে প্রচারিত আজানের উত্তর দিতে হবে কি?

 

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদন ফরম নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।

সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান সেন্টার পয়েন্ট, প্লট ২৩-২৬, রোড-৪৬, গুলশান-২, ঢাকা।

খামের উপর অবশ্যই ‘শ্রমিক (পরিচ্ছন্নতাকর্মী)’ উল্লেখ করতে হবে ।

আবেদনের শেষ তারিখ

২২ জুন, ২০২১।

সূত্র : ঢাকা উত্তর সিটি করপোরেশন ওয়েবসাইট  (www.dncc.gov.bd)।  

news24bd.tv নাজিম