গাজীপুরে বেতনের দাবিতে সড়ক অবরোধ

গাজীপুরে বেতনের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকায় সকাল থেকে স্টাইল ক্রাফট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে রাখে।  

এতে ঢাকা-গাজীপুরের ওই অংশে সড়ক প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা তাদের বকেয়া, বাৎসরিক ছুটিসহ কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা পাশের ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে।

 

এতে ওই পথে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে এ প্রতিবেদন লেখার সময় সকাল সাড়ে ১১টা পর্যন্ত কারখানার সামনে ও সড়কে শ্রমিকরা অবস্থান করে।   

এরআগে গত ঈদের ছুটির আগে এপ্রিল মাসের বেতন ভাতা ও ঈদবোনাস পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে।

তখন শ্রমিকদের আন্দোলনের মুখে ওই মাসের আংশিক শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়।  

এ ব্যাপারে কারখানা কতৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।  

আরও পড়ুন


স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি কার্যকর, মরদেহ হস্তান্তর

যে ৫০ উপজেলায় ৫০টি মডেল মসজিদ উদ্বোধন হল

নোয়াখালীর হাতিয়ায় ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্রকে কুপিয়ে হত্যা

সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


news24bd.tv / কামরুল