চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১০৭

চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১০৭

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৭ জন। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১৬ শতাংশ।

আজ সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা–সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬০ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৭ জন। আর মারা যাওয়া ব্যক্তিদের একজন শহরের ও দুজন উপজেলার বাসিন্দা।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৫ হাজার ২৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৪৮ জন।

আরও পড়ুন:


স্বাধীনতার মূল শর্ত হচ্ছে বাক, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা: ফখরুল

এখনও খোঁজ মেলেনি আবু ত্ব-হা আদনানের, যা বলছে পুলিশ

রোনালদোকাণ্ডের পর এবার টেবিল থেকে বিয়ারের বোতল সরালেন পগবা


জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার ৬৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন মঙ্গলবার চট্টগ্রামে ৯৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। ১৫৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১৭ শতাংশের বেশি।

news24bd.tv নাজিম