খুলনার পাইকগাছার আলোচিত ডাকাত ‘হঠাৎ বাবু’সহ গ্রেপ্তার ৪

খুলনার পাইকগাছার আলোচিত ডাকাত ‘হঠাৎ বাবু’সহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকা থেকে খুলনার পাইকগাছা উপজেলার আলোচিত ডাকাত আবুল হোসেন ওরফে ‘হঠাৎ বাবু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ জুন র‍্যাব–১১ এর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি পাইকগাছা উপজেলার প্রতাপকাঠি গ্রামের মৃতঃ আজিজ গাজীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ মে গভীর রাতে উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের আবুল কাশেমের বাড়ীতে দুর্বত্তরা হানা দিয়ে নগদ টাকা ও বেশকিছু স্বর্নালঙ্কার লুন্ঠিত করে পালিয়ে যায়। এ ঘটনায় ২৪ মে থানায় ডাকাতির মামলা হয়, যার অন্যতম আসামী ছিলেন আবুল হোসেন ওরফে হঠাৎ বাবু।

এ বিষয়ে এএসপি (ডি সার্কেল) মো. হুমায়ুন কবির এ মামলায় পুলিশের সাফল্যের কথা জানিয়ে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হঠাৎ বাবুসহ গ্রেপ্তারকৃতরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সর্বশেষ নারায়নগঞ্জ থেকে গ্রেফতারকৃত আবুল হোসেন ওরফে হঠাৎ বাবুর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনেসহ ৫ টি মামলা রয়েছে।

পাইকগাছা থানা পুলিশ দীর্ঘ দিন যাবৎ তাকে খুঁজছিল।

news24bd.tv এসএম