৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিউ ইয়র্কের ব্রুকলিনে আয়োজিত হটডগ প্রতিযোগিতায় ১০ মিনিটে ৭৬টি হটডগ সাবাড় করেছেন এক ব্যক্তি। রোববার যুক্তরাষ্ট্রের আয়োজিত হটডগ প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড গড়েন চেস্টনাট নামের এক ব্যক্তি।
১৯৭২ সাল থেকে প্রতিবছর হটডগ খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করে আসছে ফাস্টফুড চেন ‘নেথানস ফেমাস’৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ প্রতিযোগিতার আনুষ্ঠানিক নাম ‘নেথানস ফেমাস হটডগ ইটিং কন্টেস্ট’৷
২০০৭ সাল থেকে ১৫টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এই পেশাজীবী খাদক। এর মধ্যে ১৪টিতেই হয়েছেন বিজয়ী।
এবারের প্রতিযোগিতায় চেস্টনাটের প্রতিদ্বন্দ্বী ছিলেন আরও আট প্রতিযোগী। তবে তার ধারে কাছেও যেতে পারেননি কেউ। দ্বিতীয় অবস্থানে থাকা জফরি এসপার খেয়েছেন ৫০টি হটডগ।
news24bd.tv/আলী