অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু!

অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু!

অনলাইন ডেস্ক

চলমান কঠোর লকডাউন শিথিল করায় আগামী ১৫ জুলাই থেকে চলবে সব ধরণের গণপরিবহন। চলবে যাত্রীবাহী ট্রেনও। এ জন্য আজ মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল থেকে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে ট্রেন চলাচল শুরু হবে।

চলবে ২২ জুলাই পর্যন্ত। এই সময়ের জন্য সব টিকিট অনলাইনে বিক্রি হবে। টিকিট বিক্রি হবে মোট আসনের ৫০ শতাংশ। তবে কোন কোন রুটে কতটি ট্রেন চলবে সে বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে।
 

এদিকে, ট্রেনে চলাচলকারী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে।

আরও পড়ুন


স্বাস্থ্যবিধি না মেনে উদাসীনতা প্রদর্শন করলে লকডাউন অর্থহীন: কাদের

স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসাতে অনুমতি

খুলনা বিভাগে করোনায় আরও ৪৮ জনের মৃত্যু

বগুড়ার তিন হাসপাতালে ২০ জনের মৃত্যু


যার মধ্যে রয়েছে- প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে কিনতে হবে। সব অগ্রীম টিকিট যাত্রার পাঁচ দিন আগে যাত্রীরা কিনতে পারবেন। অনলাইনে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।

নির্দেশনার মধ্যে আরও রয়েছে- কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক