বান্দরবানে আওয়ামী লীগ কর্মীকে অপহরণের পর হত্যা

বান্দরবানে আওয়ামী লীগ কর্মীকে অপহরণের পর হত্যা

Other

বান্দরবানের কুহালং ইউনিয়নের ক্যামলং পাড়ার এক পল্লী চিকিৎসক ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে উপজাতি সন্ত্রাসীরা।   সোমবার সকালে বাকীছড়ার কামাল মেম্বারের ব্রীক ফিল্ড এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত পল্লী চিকিৎসকের নাম অংকথোয়াই প্রকাশ উগ্য মারমা (৫০)। তিনি বইতামং মারমার ছেলে।

আরও পড়ুন:

সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকায় আগামীকাল ঈদ

ফাঁস হলো বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়িপাতার ঘটনা

যে বাঙালি আলেম হজের খুতবা অনুবাদ করবেন

চিকেন মোমো বাড়িতে কীভাবে বানাবেন রেসিপি শিখে নিন

স্থানীয়রা জানায়, রবিবার রাতে পল্লী চিকিৎসক ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য অংকথোয়াই (উগ্য) মারমাকে রাতে সবুজ পোশাক ধারী চার থেকে পাঁচ জন অস্ত্রধারী উপজাতি সন্ত্রাসীরা বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে গুলি করে হত্যার পর লাশ ফেলে সন্ত্রাসীরা চলে যায়। আজ সকালে বাকীছড়ার কামাল মেম্বারের পরিত্যক্ত ব্রীক ফিল্ড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

তদন্ত সাপেক্ষে পরে ব্যবস্থা গ্রহণ করা হবে।

news24bd.tv রিমু  

 

এই রকম আরও টপিক