‘কাজ হারানো মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব’
মেয়র আতিকুল ইসলাম

‘কাজ হারানো মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব’

অনলাইন ডেস্ক

মানবিক সহায়তা হিসেবে কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতিতে কাজ হারানো গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার নৈতিক দায়িত্ব।

আজ ১৯শে জুলাই সোমবার সকালে ভাষানটেক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র ৫০০ কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ৫০০ মিলিলিটার সয়াবিন তেল এবং ১ কেজি করে লবন বিতরণ করেন।

মোঃ আতিকুল ইসলাম সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে কর্মহীন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেন।

আরও পড়ুনঃ


দ. কোরিয়ার কোন গালিও দেয়া চলবে না উত্তর কোরিয়ায়

তালেবানের হাত থেকে ২৪ জেলা পুনরুদ্ধারের দাবি

কাছাকাছি আসা ঠেকাতে টোকিও অলিম্পিকে বিশেষ ব্যবস্থা


এসময় ডিএনসিসি মেয়র বর্তমান পরিস্থিতিতে সামর্থ্যবান সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী সালেক মোল্লা, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিদা আক্তার শিলা এবং অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জনাব এ এস এম শফিউল আজম উপস্থিত ছিলেন।

news24bd.tv/আলী