সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হওয়ার আহবান জানালেন প্রধানমন্ত্রী

Other

প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সেবাই দেশের সেবা। প্রশাসনের কর্মকর্তাদের ভালো কাজের জন্য যেমন পুরস্কারের আছে তেমনি খারাপ কাজ করলে ক্ষমা নেই।  

জনপ্রশাসন দিবসে প্রধানমন্ত্রী আরো বলেন, শীর্ষ পর্যায় থেকে ভালো উদ্যোগ নিয়েও লাভ হবে না, যদি মাঠ প্রশাসনে সেবার মানসিকতার দক্ষ লোক না থাকে। সরকার সবার টিকা নিশ্চিত করবে বলেও জানান সরকার প্রধান।

জনপ্রশাসন দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আয়োজন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জনপ্রশাসনে কর্মরত ৩২ ব্যক্তি দুই প্রতিষ্ঠান এবং এক প্রকল্পকে ২০২০ ও ২০২১ সালের জনপ্রশাসন পদক তুলে দেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে আওয়ামী লীগের সময় লাগলেও সংগঠন হিসেবে সবসময়ই অর্থনৈতিক নীতিমালা প্রস্তুতি ছিল তাঁর দলের।

শেখ হাসিনা বলেন, সরকারি কর্মচারীদের কাজের সঠিক পরিবেশ দিলে তারা তাদের পক্ষ্যে অসাধ্য সাধন করা সম্ভব।

আরও পড়ুন:


কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে ৫ রোহিঙ্গা নিহত

৫ অতিরিক্ত সচিবকে বদলি 

ভারত সফর বাতিল করলেন আফগান সেনাপ্রধান

একজন আইনজীবির মৃত্যু ও আমাদের জন্য বার্তা


সবার জন্য টিকা নিশ্চিত করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহামারী নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।

২৭ জুলাই নিজের জীবনের এক স্মরণীয় দিন উল্লেখ করে, ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্ম দিনে ডিজিটাল বাংলাদেশ গঠনে তাঁর উদ্যোগের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

news24bd.tv নাজিম