বগুড়ায় রেললাইনের পাশে গাছে ঝুলছিল যুবকের মরদেহ

বগুড়ায় রেললাইনের পাশে গাছে ঝুলছিল যুবকের মরদেহ

Other

বগুড়ায় রেল লাইনের পাশে গাছ থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে রেলওয়ে ফাঁড়ি পুলিশ শহরের নারুলী সুলতান পট্টি এলাকার একটি কাঁঠাল গাছে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে।  

পরে লাশটি ময়ানাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়৷ 

বগুড়া রেলওয়ে ফাঁড়ি পুলিশ সূত্র জানায়, মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর হবে৷  তার পরনে হাফ প্যান্ট ও গেঞ্জি ছিল।  

কাঁঠালের গাছে গলায় প্লাস্টিকের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

তবে শরীরে কোনো আঘাত ছিল না৷

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম জানান, স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে আমাদের জানালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি৷ এটি হত্যা নাকি আত্মহত্যা তা আমরা এখনও নিশ্চিত নয়৷ কেননা গলায় প্লাস্টিকের রশি দিয়ে ফাঁস দেওয়া সন্দেহ জনক। আমরা মৃতের পরিচয় শনাক্তে কাজ করছি৷

আরও পড়ুন: 


আজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপরে পদ্মার পানি


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর