মানিকগঞ্জে শেখ রাসেল ক্রীড়া চক্রের খাদ্য সহায়তা অব্যাহত

মানিকগঞ্জে শেখ রাসেল ক্রীড়া চক্রের খাদ্য সহায়তা অব্যাহত

অনলাইন ডেস্ক

জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড।

আজ মঙ্গলবার বান্দুটিয়া আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার পাঁচশত অসহায়দের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি ডাল ও ৩ কেজি আটা।

এর আগে গতকাল সোমবার হরিরামপুর উপজেলার গোলাম মহীউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার পাঁচশত অসহায়দের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।

তার আগের দিন রবিবার (২৯ আগস্ট) শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে তিন হাজার অসহায় লোকের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়।

শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নিজস্ব অর্থায়নে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক সাজ্জাদ হায়দার উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্য সহায়তা বিতরণকালে ড. সাজ্জাদ হায়দার বলেন, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের সহযোগিতায় সারাদেশেই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

মানিকগঞ্জে গত রবিবার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ৩ হাজার ও গতকাল সোমবার হরিরামপুরে এক হাজার ৫০০ লোকের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আমাদের এ ধরনের সহায়তা আগামী দিনেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন:


ঘটনাস্থল পরিদর্শন করলেন সেতুমন্ত্রী, বললেন বিষয়টি ছোট করে দেখার সুযোগ নেই

জুলহাস-তনয় হত্যা: মেজর জিয়াসহ ৬ জনের মৃত্যুদণ্ড

ডোবা থেকে তরুণের দুই পা বাঁধা মরদেহ উদ্ধার


খাদ্য সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের স্থায়ী সদস্য আমিনুল ইসলাম, স্থায়ী সদস্য মো. মারুফ কাজী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রানা, যুবলীগ নেতা ফিরোজ আলম খান।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি। খাদ্য সহায়তা প্রাপ্ত ব্যক্তিরা শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের সহযোগিতায় খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

news24bd.tv নাজিম